মানুষ মাত্রই সুখের পেছনে অবিরাম ছুটে চলা। নিজের জীবনের সুখ পাখিটা ধরার জন্যই মানুষ এতো কষ্ট স্বীকার করে থাকেন। প্রতিনিয়ত একপ্রকার যুদ্ধ করেই এগিয়ে চলতে থাকেন নিজের জীবনে। কিন্তু সুখ তো সব সময় সকলের কাছে ধরা দেয় না। কারণ জীবন সুখ দুঃখের মিশ্রণেই তৈরি। কিছু জিনিস রয়েছে যা আমরা নিজের হাতে কখনোই নিতে পারি না। যার কারণে নিজেকে অসুখী মনে হয়। কিন্তু কিছু জিনিস রয়েছে যা আমাদের নিজের হাতেই রয়েছে কিন্তু আমরা তা পরিবর্তন করে নিজের জীবনে সুখ আনার কথা মনে করি না। আমরা ভুলেই যাই এই সকল কাজের কথা যা...

